মাথাভাঙ্গা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০২:১৫
কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাকির হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধর্মদহ কারিগরপাড়া এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।
জাকির হোসেন ধর্মদহ গ্রামের শাহারুল ইসলামের ছেলে এবং উপজেলার ডিজিটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জাকিরের স্বজন ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে এলাকাবাসীর সঙ্গে সে মাথাভাঙ্গা নদীর ধর্মদহ পয়েন্টের কাছে গোসল করতে যায়। এ সময় নদীর প্রবল স্রোতে সে মুহূর্তেই তলিয়ে যায়। এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পায়নি। পরে ডুবুরি দলকে খবর দেয়া হলে প্রায় ২৪ ঘণ্টা চেষ্টার পর সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
- বিষয় :
- কুষ্টিয়া
- পানিতে ডুবে মৃত্যু
- মাথাভাঙ্গা