ছেলের নির্যাতন সইতে না পেরে পুলিশে দিলেন বাবা

প্রতীকী ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২২ | ১৩:৩৩ | আপডেট: ২৭ মে ২০২২ | ১৩:৩৩
মাদকাসক্ত ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা।
শুক্রবার দুপুরে উপজেরার ইন্দুরকানী বাজার এলাকায় এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে ছেলে অমিতকে পুলিশে সোপর্দ করেন বাবা অমল চন্দ্র শীল।
অমল ও তার ছেলে অমিত একই দোকানে নাপিতের কাজ করেন। কিন্তু নেশাগ্রস্ত ছেলে প্রায়ই সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে বাবা-মাকে মারধর ও নির্যাতন করত। ঘটনার দিন অমিতকে তার বাবা দোকানে কাজ করতে বললে সে রেগে চাকু নিয়ে তেড়ে আসে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
থানার ওসি এনামুল হক জানান, এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।