ভাণ্ডারিয়ার অপহৃত স্কুল ছাত্রী ঢাকায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২২ | ০২:২৩ | আপডেট: ৩০ মে ২০২২ | ০৩:২৪
ভাণ্ডারিয়ার অপহৃত স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের আট দিন পর রোববার রাতে রাজধানীর গুলশান জোনের ভাটারা থানা এলাকা থেকে তাকে উদ্ধার এবং এ ঘটনার মূল হোতা সাইফুল হাওলাদারকে (২২) পুলিশ গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, সাইফুল হাওলাদার মেয়েটিকে নিয়ে রাজধানীর ভাটারা থানা এলাকায় আত্মগোপন করেছিল। খবর পেয়ে ভাটারা থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার এবং সাইফুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে রাতে পরিবাবের সবাইকে চেতনা নাশক স্প্রে দিয়ে অচেতন করে ভাণ্ডারিয়ার একটি স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়নরত ওই স্কুলছাত্রীকে অপহরণ করে সাইফুল হাওলাদার (২২) ও তার সহযোগীরা। পরের দিন মেয়েটির বাবা বাদী হয়ে চিহ্নিত ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করেন।
- বিষয় :
- স্কুলছাত্রী অপহরণ
- অপহরণ
- ভাণ্ডারিয়া