ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইটনায় নৌকাডুবি: নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ শিশু

ইটনায় নৌকাডুবি: নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ শিশু

ইটনায় নৌকাডুবির পর ঘটনাস্থলে নিখোঁজ শিশুকে উদ্ধারে তৎপরতা চলছে

 কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ৩১ মে ২০২২ | ০২:৫৬ | আপডেট: ৩১ মে ২০২২ | ০২:৫৬

কিশোরগঞ্জের ইটনায় ইঞ্জিনচালিত যাত্রীবাহি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মহল বেগম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের এলংজুরি বাজার ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহান নামের তিন বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

নিহত মহল বেগম মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছালেক মিয়ার স্ত্রী । নিখোঁজ সোহান একই ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা চামড়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে এলংজুরি ঘাটের কাছে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও একজন নারী নৌকা ভেতরে আটকে যায়। পরে স্থানীয় লোকজন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে এবং নৌকার ভেতরে থাকা নারীর লাশ উদ্ধার করা হয়। এখনও সোহান নামে এক শিশু নিখোঁজ রয়েছে । তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

আরও পড়ুন

×