ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাউফলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

বাউফলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

 বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৫:০০ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৫:০০

পটুয়াখালীর বাউফলে বিধবা এক নারীকে ঘরের দরজা ভেঙ্গে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধলা মিয়া(৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার রাত সাড়ে তিনটায় কেশবপুর বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

বুধবার দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে তাকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ধলা মিয়া কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মৃত আরজ আলীর ছেলে ।

পুলিশ ও মামলার এজাহার সুত্র জানায়,কেশবপুরের ভরিপাশা গ্রামে ওই বিধবা নারী (৪৫) দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন । তার দুই ছেলে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন ।তিনি ঘরে একাই থাকতেন। গত ২১ মে রাত দেড়টার সময়ে ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল ঘরের দরজার গ্রিল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় । এ ঘটনায় ২২ মে বাউফল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের আসামি করে ওই নারী মামলা করেন। এ মামলায় ধলা মিয়াকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ।

এ বিষয়ে ধলা মিয়া বলেন, তিনি একই এলাকায় থাকেন, কিন্তু এ ঘটনায় জড়িত নন। তার দাবি,,তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার ওসি তদন্ত মিজানুররহমান বলেন, ধলা মিয়া ওই ঘটনার পরে পলাতক ছিলেন, তথ্য উপাত্ত পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে । আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছি। রিমান্ড মঞ্জুর হলেই ঘটনা বের হয়ে আসবে।  

ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

এদিকে বাউফলে ওই বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে  ইউনিয়নের ভরিপাশার  তালতলি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় এস এম মাইনুল ইসলামের সভাপতিত্বে এ মানব বন্ধন ও বিক্ষোভে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আতিক ফয়সাল, ফিরোজ আলম, ইছাহাক মাষ্টার, কামাল হোসেন, নিশাদ । মানববন্ধনে এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।


আরও পড়ুন

×