ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২২ | ০১:৫৫ | আপডেট: ০২ জুন ২০২২ | ০১:৫৫

লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আজাদনগর এলাকায় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার চরপোড়াগাছা এলাকার আবুল কালামের ছেলে বেল্লাল হোসেন (৪০) ও একই এলাকার এনামুল হকের ছেলে গিয়াস উদ্দিন (৪২)। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা মো. আলী, জাবের হোসেন, আজাদ উদ্দিন ও রিয়াজ হোসেন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নতুন বাজার এলাকার একটি খামার থেকে শিকার করা মাছ নিয়ে জেলেরা পিকআপভ্যানে করে উপজেলার আজাদনগর বাজারের আড়তে নিয়ে যাচ্ছিলেন। ভোর সোয়া ৫টার দিকে পিকআপভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং যানটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপে থাকা জেলে বেল্লাল ঘটনাস্থলেই নিহত এবং অপর পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গিয়াস উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×