ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউপি ভোটে সহিংসতা: নাইক্ষ্যংছড়িতে বিজিবির গুলিতে নিহত

ইউপি ভোটে সহিংসতা: নাইক্ষ্যংছড়িতে বিজিবির গুলিতে নিহত

নাইক্ষ্যংছড়িতে নিহত দু'জনকে ঘিরে স্বজনদের আহাজারি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৫:৪৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ | ১০:৩৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় বিজিবির গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে ৮নং ওয়ার্ডের ফাত্রাঝিরি পাড়া ভোটকেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায়।

এদিকে কারচুপির অভিযোগ এনে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দুই প্রার্থী ভোট বর্জন করেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন। এ ছাড়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে তিন প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এতে আ'লীগ প্রার্থী জয়ী হয়েছেন। প্রতিনিধিদের খবর:

ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজিবির গুলিতে ঘটনাস্থলে নিহত হন মংখিছা তঞ্চঙ্গ্যা (৬০)। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আহত অংচাইমং (৪৫) মারা যান। প্রিসাইডিং অফিসার এমদাদুল্লাহ ওসমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কেন্দ্রের বাইরে দুপুরে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের ঘটনা কেন্দ্রের সীমানার ভেতরেও প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি গুলি চালায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে জালভোট নিয়ে সংঘর্ষের ঘটনা সামাল দিতেই বিজিবি গুলি চালায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বর্তমান ইউপি সদস্য বাবুল তঞ্চঙ্গ্যা ও আহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ২টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে জালভোট নিয়ে শোরগোল ওঠে। কেন্দ্রের বাইরে একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের সমর্থকরা কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ভয়ে মংখিছা তঞ্চঙ্গ্যা আশ্রয় নেন প্রার্থী বাবুলের বাসায়। বিজিবি সদস্যরা তার বাড়ির উঠানে গিয়ে মংখিছাকে গুলি করে মেরে ফেলে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, বাড়িতে গিয়ে গুলি করার কথা তিনি জানেন না। তবে হামলাকারীরা বিজিবির গাড়ি ভাংচুর করেছে। আত্মরক্ষার জন্য বিজিবি গুলি চালিয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত দুই প্রার্থী আব্দুর রাজ্জাক ও এস এম শাহজামান মোহন ভোট বর্জন করেন। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগে দুপুরে কোটচাঁদপুরে বিএনপির দলীয় কার্যালয়ে ও মহেশপুর প্রার্থীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

এই দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কোটচাঁদপুরে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ (চট্টগ্রাম): সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকালের দিকে প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে প্রতিটি কেন্দ্রই ভোটারশূন্য দেখা যায়। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে দুপুরে বিএনপি প্রার্থী আবদুল গফফার চৌধুরী ভোট বর্জন করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে নির্বাচনে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া, জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাই, এজেন্ট বের করে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী (নৌকা) প্রতীকে ৪১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফলকে ব্যালট পেপার ছিনতাই, টেবিল কাস্ট ও বিভিন্ন কারচুপি, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ রিয়াজ নাদির সুমন ও আ ক ম ফখরুল ইসলাম কালাম। বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট জালাল আহমদও একই অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এখানে কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

আরও পড়ুন

×