গর্তে পুঁতে রাখা গৃহবধূর লাশ টেনে বের করল কুকুর

মিলির স্বামী মানিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ
রংপুর অফিস
প্রকাশ: ০৪ জুন ২০২২ | ০৮:৩৩ | আপডেট: ০৪ জুন ২০২২ | ০৮:৩৩
পুকুর পাড় থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক গৃহবধূর পুঁতে রাখা লাশ গর্ত থেকে টেনেহিঁচড়ে বের করল কুকুর। লোমহর্ষক এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের কুটিয়ালপাড়া গ্রামের মানুষ।
জানা যায়, গৃহবধূ মিলি আক্তার স্থানীয় সৈয়দপুর বাজারের একটি হোটেলে কাজ করতেন। পহেলা জুন রাতে হোটেল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মিলি। এর তিন দিন পর স্থানীয় মানিক মিয়ার বাড়ির পেছনে পুকুরের কাছের একটি গর্ত থেকে কুকুরকে মরদেহ টেনে বের করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলির লাশ উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় শনিবার মিলির বাবা আশাদ আলী ও স্বামী মানিক পীরগাছা থানায় যান সাধারণ ডায়েরি করতে। তবে তার আচরণে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে স্ত্রীকে হত্যা করে গর্তে পুঁতে রাখার ঘটনা। কাকতালীয়ভাবেই সেদিনই মিলির লাশ বের করে আনে কুকুর। পরে মানিককে সঙ্গে নিয়েই ঘটনাস্থল থেকে মিলির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আব্দুস শুকুর মিয়া জানান, নিখোঁজের তিন দিন নিজ বাড়ির পাশে পুকুর পাড় থেকে মিলির লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মানিক মিয়ার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহত মিলির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- লাশ
- কুকুর
- গৃহবধূর লাশ
- রংপুর
- পীরগাছা