জামিন পেলেন এলডিপি মহাসচিব রেদোয়ান

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২২ | ০০:৪৩ | আপডেট: ০৮ জুন ২০২২ | ০১:৫১
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের ওপর গুলির ঘটনার মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে দু’দফা আবেদন করেও জামিন পাননি তিনি। ড. রেদোয়ানের আইনজীবী আ ফ ম তাইফুর আলম ও কাইমুল হক রিংকু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুল ইসলাম সমকালকে বলেন, ড. রেদোয়ান ঢাকায় চিকিৎসা শেষে বর্তমানে কারাগারে আছেন। বুধবার তার অনুপস্থিতিতে জামিন শুনানি হয়। তার বিরুদ্ধে আর কোনো মামলা নাই। তাই আদালত থেকে কাগজপত্র পৌঁছলে তিনি কারাগার থেকে বের হবেন।
ড. রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদ রবিন বলেন, তার বাবার শারীরিক অবস্থা ভালো না।
প্রসঙ্গত, ৯ মে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ। একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে কর্মীসভার ঘোষণা দিলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে রেদোয়ান আহমেদ অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেক লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।
এ সময় তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এরপর তিনি অনুষ্ঠানস্থলে না গিয়ে গাড়ি ঘুরিয়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলি করে নিজেই থানায় গিয়ে আশ্রয় নেন। গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়।
- বিষয় :
- এলডিপি
- রেদোয়ান আহমেদ
- চট্টগ্রাম
- কুমিল্লা
- চান্দিনা