ছাত্রীদের যৌনহয়রানি, প্রতিবাদ করায় শিক্ষককে পেটাল বখাটেরা

প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৭:৩৯ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৮:০১
সিরাজগঞ্জের এক বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীদের যৌনহয়রানি করে কিছু বখাটে। প্রতিবাদ করায় আব্দুস সামাদ নামে এক শিক্ষককে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে ওই বখাটেরা।
বুধবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার বখাটেসহ ৫ জনের বিরুদ্ধে বুধবার রাতে সদর থানায় এজাহার জমা হলেও তা রেকর্ড হয়নি।
অভিযুক্তরা হলেন- সয়দাবাদ ইউনিয়নের মৌশুড়া গ্রামের সাজেদুল ইসলাম, জারিলা গ্রামের হিমেল আহম্মেদ, নয়ন ইসলাম ও সবুজ আহম্মেদ।
স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বৃহস্পতিবার সমকালকে জানান, বুধবার দুপুরের পর সাজেদুলসহ অভিযুক্তরা বিদ্যালয়ে ঢুকে স্কুলের শিক্ষার্থীদের যৌনহয়রানির চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে শিক্ষার্থীদের সামনেই শিক্ষক আব্দুস সামাদকে রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে বখাটেরা।
তিনি অভিযোগ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত এজাহার দেওয়া হলে তা এখনও মামলা হিসেবে রেকর্ড হয়নি।
সদর থানার উপ-পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, ছাত্রীদের যৌনহয়রানির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে যায়।
মামলা রেকর্ডে গড়িমসির অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এজাহারটি মামলা উপযোগী না হওয়ায় সেটি সংশোধন করে আবারও থানায় জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, শিক্ষক আব্দুস সামাদকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফীউল্লাহ বলেন, শিক্ষককে মারপিটের ঘটনায় সংশ্লিষ্ট বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।