ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডিবিসি নিউজের প্রডিউসর আব্দুল বারী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ডিবিসি নিউজের প্রডিউসর আব্দুল বারী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ছবি- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২২ | ০৫:০১ | আপডেট: ১০ জুন ২০২২ | ০৫:৪৫

ডিবিসি টেলিভিশনের নিউজ প্রডিউসর আব্দুল বারীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় হারুন-অর রশিদ খান হাসান, জাকিরুল ইসলাম সান্টু, এসএম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, হীরক গুন, ইসরাইল হোসেন বাবু, আব্দুল মজিদ সরকার, আমিনুল ইসলাম, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে বারীর খুনিদের দ্রুত খুঁজে বের করার দাবি জানান সাংবাদিক নেতারা।

সিরাজগঞ্জের শহাজাদপুরের সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলসহ দেশের সকল সাংবাদিক খুনের বিলম্বিত বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও দাবি জানান বক্তারা। প্রসঙ্গত, গত বুধবার সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের মুদী দোকানী আব্দুল্লাহ সেখের ছেলে।

আরও পড়ুন

×