আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

প্রতীকী ছবি
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১০ জুন ২০২২ | ১০:৩০ | আপডেট: ১০ জুন ২০২২ | ১০:৩০
চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে। তার সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে আরও দুই সাধারণ সদস্য প্রার্থীকে। শুক্রবার বিকেলে তাদের ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্তরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাবের আহমেদ, মেম্বার প্রার্থী কবির আহমেদ ও আনোয়ার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চৌধুরী বলেন, উপজেলার চারপাথরঘাটার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থী ছাবের, কবির ও আনোয়ার বিপুলসংখ্যক লোক নিয়ে প্রচার চালানোয় এই জরিমানা করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী ছাবের বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাধার কারণে এতদিন গণসংযোগ করতে পারিনি। প্রশাসনের আশ্বাসে নামার প্রথম দিনই অধিক লোক নিয়ে প্রচারের অভিযোগে জরিমানা করা হয়েছে।
শেষ দফার ইউপি নির্বাচনে চরপাথরঘাটায় ভোট অনুষ্ঠিত হবে ১৫ জুন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮৯৩।