বরগুনায় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের হামলায় আহত ১৫

বরগুনার বেতাগী উপজেলায় হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৩:৫০ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৩:৫০
শেষ ধাপের বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী -সমর্থকদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা। এছাড়াও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের কামাল হোসেনের ১৫ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২ টার দিকে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন সুমনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক স্বতন্ত্র প্রার্থীও আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, শনিবার স্থানীয় মন্নানের হাট স্কুলে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের কামাল হোসেনের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সুমনের কর্মী-সর্মথকরা। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আটজন গুরুতরসহ কামাল হোসেনের ১৫ জন কর্মী- সমর্থক আহত হন। একই সময়ে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের বহন করা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন বলেন, স্কুলের বিদায় অনুষ্ঠান শেষ করে আমরা ফিরছিলাম। এ সময় নৌকার প্রার্থী সুমনের কর্মীরা ৪০-৫০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ো আমাদের উপর হামলা চালায়। এছাড়াও নৌকার কর্মীরা আচরনবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে শোডাউন দেয়।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সুমন বলেন, আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। এ বিষয়ে কিছু জানিনা ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ গিয়ে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
- বিষয় :
- বরগুনা
- হামলা-ভাঙচুর