ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাবুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

বাবুগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২ | ০৫:৫৭ | আপডেট: ১৬ জুন ২০২২ | ০৫:৫৭

বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এসময় তার বাবা ও বড়ভাই বাঁধা দিলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে সে। 

বুধবার রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ঘাতক স্বামী নান্টু সিকদারকে (৩০) আটক করেছে পুলিশ। আটককৃত নান্টু সিকদার উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের চাঁনমদ্দিন সিকদারের ছোট ছেলে।

নিহত গৃহবধূ মাহমুদা বেগম (২২) পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের কুরিরচর গ্রামের খলিলুর রহমানের মেয়ে। নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের বড়ভাই নূরে আলম সিকদার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে নান্টু সিকদার তার স্ত্রী মাহমুদা বেগমকে দা দিয়ে কোপাতে শুরু করলে তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তার চিৎকার শুনে নান্টু সিকদারের বাবা চাঁনমদ্দিন সিকদার ও বড় ভাই মিন্টু সিকদার এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করেন নান্টু সিকদার।

এদিকে স্বামীর হাত থেকে বাঁচতে রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালিয়ে বাড়ির পাশে একটি বাগানে আশ্রয় নেন মাহমুদা বেগম। কিন্তু সেখানে গিয়ে উপর্যুপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন ঘাতক স্বামী নান্টু সিকদার। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নান্টু সিকদারকে আটক করে এবং হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করে। নিহত মাহমুদার শরীরে ছোট-বড় প্রায় ৪০টি দায়ের কোপ রয়েছে বলে প্রাথমিক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, প্রায় ৫-৬ বছর আগে নান্টু সিকদারের সাথে মাহমুদা বেগমের বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। এ নিয়ে হতাশায় তাদের মাঝে দাম্পত্য কলহ শুরু হয়। এছাড়া নান্টু তেমন কোনো কাজকর্ম না করায় অভাব-অনটনের সংসারে প্রায়ই বিবাদ লেগে থাকতো। ওই পারিবারিক কলহের জেরে সপ্তাহখানেক আগে রাগ করে বাপের বাড়ি চলে যান মাহমুদা বেগম।

ঘটনার আগের দিন তিনি ফিরে এলে স্বামীর সাথে এ নিয়ে তুমুল ঝগড়ার একপর্যায়ে নৃশংস ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক নান্টু সিকদারকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×