নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে রিফাতের পুষ্পস্তবক অর্পণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ০৮:৩১ | আপডেট: ১৬ জুন ২০২২ | ০৮:৩১
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আরফানুল হক রিফাত।
বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর উদ্যানের পাশে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লার নব নির্বাচিত মেয়র। এরপর তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উলস্নাহ খোকন, জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার চেয়ারম্যান তাহসিন বাহার সূচনা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।এর আগে এদিন দুপুরে নব নির্বাচিত এই মেয়র সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে মেয়র নির্বাচিত হলে যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসব শতভাগ বাস্তবায়ন করতে চেষ্টা করবো।
নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মনিরুল হক সাক্কুর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরাজিত হয়ে সাবেক মেয়র সাক্কু বুধবার রাতে কারচুপির যে কথা বলেছেন তা রিটার্নিং অফিসারের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। তাই এখন এসব নালিশের কথা বলে লাভ নেই।
কুমিল্লা নতুন এই নগরপিতা বলেন, শপথ নেয়ার পর আমার প্রথম কাজ হবে, নগরীর যানজট ও জলাবদ্ধতা দূর করার পরিকল্পনা নেয়া। নগর ভবন দুর্নীতি মুক্ত করার যে ঘোষণা দিয়েছিলাম তাতেও আশা করি সফল হবো।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুসিক নির্বাচনে ভোটের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী। এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্বাচনে মেয়র পদে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট ১০৫টি কেন্দ্রে আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পার্থক্য ছিল ৩৪৩।