শিপইয়ার্ডে সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২২ | ০২:২৩ | আপডেট: ২১ জুন ২০২২ | ০২:২৩
খুলনা শিপইয়ার্ডে মোংলা বন্দরে ব্যবহারের জন্য একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, গতির কারণে এই জাহাজটি বিভিন্ন উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এর ইকুইপমেন্ট সংগ্রহ করা হয়েছে। এটি নির্মাণে সময় লাগবে ১৫ মাস। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি টাকা। জাহাজটি জার্মান ডিজাইন প্রতিষ্ঠান টেকনোলজি সার্ভিস জিএমবিএইচ এর ডিজাইনে নির্মিত হচ্ছে। আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাস (ফ্রান্স) এর নীতিমালা অনুসরণ করে জাহাজটি নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর এম সামছুল আজিজ সহ শিপইয়ার্ড ও মোংলা বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।