নিখোঁজ কিশোরের মরদেহ মিলল পুকুরে

কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২২ জুন ২০২২ | ০৪:১২ | আপডেট: ২২ জুন ২০২২ | ০৪:১২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুর থেকে অজয় দেব পাল (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মঠখোলা তালদশী গ্রামের পালপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া অজয় দেব পাল তালদশী পালপাড়ার নেপাল পালের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯ টা থেকে অজয় নিখোঁজ ছিল। পরে সকালে স্থানীয়রা পুকুরপাড়ে তার জুতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পাকুন্দিয়া ফায়ার স্টেশনের উদ্ধাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।