ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ১২:৩২ | আপডেট: ২৪ জুন ২০২২ | ১২:৫১

সিলেটে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা এলাকা থেকে মোবারক (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে নগরীর বাদামবাগিচা এলাকার ১ নং গলির রাজা মিয়ার বাসার ভাড়াটিয়া আব্দুস ছালেকের ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাইশটিলার আলিফ সিটির পাশের ব্রিজ এলাকায় পানিতে মোবারক তলিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির সমকালকে বলেন, শুক্রবার বিকেলে মোবারক বন্ধুদের সঙ্গে বাইশটিলায় বেড়াতে গিয়েছিল।

মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, প্রতিদিন বিকেলে বাইশটিলায় অনেকে বেড়াতে ও আড্ডা দিতে যান। শুক্রবার বিকেলে মোবারকও বন্ধুদের সঙ্গে গিয়েছিল। বন্যার পানিতে তার তলিয়ে যাওয়ার খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, এর আগে চলমান বন্যায় সিলেটে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×