ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহীতে পদ্মাসেতুর উদ্বোধন বড় পর্দায় প্রদর্শন

রাজশাহীতে পদ্মাসেতুর উদ্বোধন বড় পর্দায় প্রদর্শন

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২২ | ০৭:৫৬ | আপডেট: ২৫ জুন ২০২২ | ০৭:৫৬

উৎসবের আমেজে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান রাজশাহীর তিনটি স্থানে বড় পর্দায় দেখানো হয়। এসব স্থানে হাজার হাজার মানুষ অংশ নেন। উদ্বোধন শেষে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শনিবার সকালে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়।

জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্নাসহ কয়েক হাজার মানুষ।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন। এর আগে শোভাযাত্রা নিয়ে তারা স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের পর এখানে অতিথিবৃন্দ বেলুন, ফেস্টুন ও পায়রা ওড়ান।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সামর্থ্যের প্রতীক। অনেক প্রশ্নের উত্তর এই পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আছেন বলেই দেশে পদ্মা সেতু করা সম্ভব হয়েছে। এই সেতু শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরই নয়, উত্তরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে। বাঙালি জাতি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবে।’

এদিকে নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করার পর রাজশাহীর এই অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয়। সাহেববাজার জিরোপয়েন্টে মিষ্টি বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এখানে ৫মণ মিষ্টি বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজেই নেচে নেচে অনুষ্ঠান মাতিয়ে রাখেন।

এদিকে সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে অলোকার মোড়ের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। বড় পর্দায় সেখানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। পরে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×