ফুলগাজীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২২ | ১২:৪৪ | আপডেট: ২৮ জুন ২০২২ | ১৩:১৬
ফুলগাজীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় ফুলগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছাঈদুজ্জামান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ভূঞা, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
- বিষয় :
- পুরস্কার বিতরণ