খুলনায় ১৩৪ দিন পর করোনা পজিটিভ রোগীর মৃত্যু

খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ জুলাই ২০২২ | ২৩:০২ | আপডেট: ০৫ জুলাই ২০২২ | ২৩:০২
খুলনায় ১৩৪ দিন পর করোনা পজিটিভ একজন রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হাওলাদার জানান, মৃত মঞ্জনার বয়স ৬৮ বছর। তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
তিনি জানান, ১৩৪ দিন পর করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে খুলনায়। এর আগে ২২ ফেব্রুয়ারি করোনা পজিটিভ একজন রোগী মারা যান।
হাসপাতালে এখন তিনজন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে একজন রেড জোনে, একজন আইসিইউতে এবং একজন ইয়েলো জোনে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।