পিকআপে বসে ছিলেন ২ ব্যবসায়ী, ট্রাকের পেছনে ধাক্কায় গেল প্রাণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ০০:৩২ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ০০:৩২
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় চালক গুরুতর জখম হন। নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লুৎফর রহমান ও যশোরের চাঁচড়া এলাকার ওহিদুর রহমান। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার খয়েরতলা কোল্ডস্টোরের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় যশোরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুতর আহত হন।
খবর পেয়ে সড়কে টহল পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা দুর্ঘটনায় দুই মাছ ব্যাবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- ব্যবসায়ী নিহত
- সড়ক দুর্ঘটনা