ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক দিনেই বন্ধ ক্যাটল ট্রেন

এক দিনেই বন্ধ ক্যাটল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ ও চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ১১:৫১ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ১১:৫১

চালুর এক দিন পরই ঈদুল আজহা উপলক্ষে যাত্রা করা 'ক্যাটল স্পেশাল ট্রেন' বন্ধ হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ বলছে, কাঙ্ক্ষিত সংখ্যক কোরবানির পশু বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করে দিয়েছে রেল বিভাগ।

বৃহস্পতিবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেনের স্টেশন মাস্টার শহিদুল আলম।

রেলস্টেশন সূত্রে জানা যায়, দ্বিতীয়বারের মতো গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৮টি গরু ও ৫টি ছাগল ঢাকায় পরিবহন করা হয়েছে। এসব পশু কেবল একজনই বুকিং করেছিলেন। ২৩টি পশু পরিবহন করে রেলের আয় হয়েছে ১১ হাজার ২৩৯ টাকা।

রেল কর্তৃপক্ষের দাবি, ক্যাটল স্পেশাল ট্রেনে পশু পরিবহনে অনীহা খামারিদের। অন্যদিকে খামারিরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় পশু পৌঁছালেও স্টেশনে নামানোর পর হাট পর্যন্ত পৌঁছানো হচ্ছে না। পশুগুলোকে হাটে নিতে কয়েকবার গাড়িতে ওঠানামা করতে হয়। এতে পশুর কষ্ট হয়, খামারিদের ভোগান্তি ও খরচ বাড়ে। এ জন্যই আগ্রহ কম খামারিদের।

কামাল নামের এক খামারি বলেন, ঢাকায় রেলস্টেশনে গুরুগুলো নামানোর পর, সরকারি বিআরটিসি ট্রাকে যদি হাট পর্যন্ত পৌঁছানো হতো তাহলে ট্রেনে পরিবহন করা যেত।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে মাস্টার শহিদুল আলম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানাননি। বিআরটিসি ট্রাকে করে হাট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করলে ট্রেনে ব্যাপকসংখ্যক পশু যাবে বলেও মনে করেন তিনি।

এদিকে, প্রথমদিনে স্পেশাল এই ট্রেনে পশু পরিবহনে পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়ায়ও তেমন একটা সাড়া ছিল না খামারিদের। চাটমোহর স্টেশন থেকে কোনো গরু বুকিং না হলেও পার্শ্ববর্তী ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ স্টেশন থেকে বুকিং হয় মাত্র ১৫০টি খাসি। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত প্রচারণার অভাবে পাবনা থেকে কাঙ্ক্ষিত কোরবানির পশু বুকিং হয়নি। খামারিদের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়।

আরও পড়ুন

×