টঙ্গীতে ক্যাথার্সিস হাসপাতালে আগুন

ফাইল ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৪
গাজীপুরের টঙ্গীতে ক্যাথার্সিস হাসপাতালে আগুন লেগেছে।
রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিলমুন এলাকার হাসপাতালটিতে এই আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সর্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে কাজ করছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো, আতিকুর রহমান জানান, শিলমুন এলাকায় ক্যাথার্সিস হাসপাতালে আগুল লাগার খবর পেয়ে সন্ধা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি সেখানে যায়। আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা।
তিনি জানান, আগুন কিছুটা কমেছে। তবে প্রচণ্ড ধোয়ার কারণে ভিতরে ঢোকা যাচ্ছেনা। ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
- বিষয় :
- টঙ্গী
- গাজীপুর
- হাসপাতালে আগুন