ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিনজন নিহত

দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিনজন নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৪:৪৯ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৪:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন সহোদর ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন দাউদকান্দি উপজেলার একই গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও মোঃ তাপসির (১৮) এবং একই গ্রামের হকসাব মিয়ার ছেলে ও কুমিল্লার দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যায়। এরপর স্থানীয়রা তাদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানান, মোটর সাইকেল আরোহীদের চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে যায়। পরে বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

×