ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খড়ের গাদায় বাজারের ব্যাগে ছিল বোমাসদৃশ ১০ বস্তু

খড়ের গাদায় বাজারের ব্যাগে ছিল বোমাসদৃশ ১০ বস্তু

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২২ | ০৭:২৯ | আপডেট: ১৫ জুলাই ২০২২ | ০৭:২৯

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রাম থেকে বোমাসদৃশ দশটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোর্শেদ সরদারের বাড়ির পাশের খড়ের গাদা থেকে একটি বাজারের ব্যাগে থাকা এই বস্তুগুলো উদ্ধার করা হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশ জানায়, খড়ের গাদার পাশে ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয় লোকজন ‘৯৯৯’ এ ফোন দেয়। সেখান থেকে বিষয়টি ডুমুরিয়া থানা ও চেচুড়ি ক্যাম্প পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চেচুড়ি ক্যাম্প পুলিশ সেখানে গিয়ে জায়গাটি ঘিরে রাখে এবং আশপাশে কাউকে যেতে দেয়নি।

চেচুড়ি পুলিশ ক্যাম্পের এএসআই গৌতম বিশ্বাস জানান, বাজারের ব্যাগের মধ্যে থাকা কৌটাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো রয়েছে। তবে এগুলো আসলেই বোমা নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×