ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'সিক্স মার্ডারে' অভিযুক্ত আবু বক্কর বালুখালী ক্যাম্প থেকে আটক

'সিক্স মার্ডারে' অভিযুক্ত আবু বক্কর বালুখালী ক্যাম্প থেকে আটক

আবু বক্করকে আটক করেছে এপিবিএন।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ০১:৩৪ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০১:৩৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে 'সিক্স মার্ডার' ও রোহিঙ্গা মাঝি আজিম উল্লাহ হত্যাকাণ্ডে অভিযুক্ত আবু বক্কর ওরফে জমির হোসেন মনিরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শনিবার রাতে বালুখালীর এইট ইস্ট ৭৪ নং ব্লক থেকে আটক করা হয় তাকে। অভিযানে একটি দেশীয় দুই নলা বন্দুক ও ১৫ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল রোহিঙ্গা সন্ত্রাসী আবু বক্কর বালুখালীর এইট ইস্ট ৭৪নং ব্লকে তার অস্থায়ী বসতঘরে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে এপিবিএন শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আইনি ব্যবস্থা গ্রহণ করতে আবু বক্করকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার কামরান। 

আরও পড়ুন

×