চট্টগ্রামে সাড়ে ৩ লাখ মানুষ বুস্টার ডোজের আওতায়

ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০৬:৩৩ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ১০:৪৩
সারাদেশের মতো মঙ্গলবার চট্টগ্রামে করোনার তৃতীয় বা বুস্টার ডোজ ক্যাম্পেইন পালন করবে স্বাস্থ্য প্রশাসন। এ দিন তিন লাখ ৬৮ হাজার মানুষকে বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতাধীন ৪১টি ওয়ার্ডের পাশাপাশি ১৫টি উপজেলায় একযোগে চলবে বিশেষ এই গণটিকার ক্যাম্পেইন। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের চারমাস পূর্ণ হলেই যে কেউ শুধুমাত্র টিকা কার্ড সঙ্গে নিয়ে এসে বুস্টার ডোজ নিতে পারবেন। ক্যাম্পেইনে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সমকালকে বলেন, চট্টগ্রামের ১৫টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট ৬০০টি ওয়ার্ডে গড়ে ৫০০ জন করে টিকা দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও এই ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ১৯ মার্চের আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা বুস্টার ডোজ নিতে পারবেন। ডোজ নিতে টিকার কার্ড সঙ্গে আনতে হবে।
তিনি বলেন, গণটিকার দিন কেউ টিকা নেওয়া থেকে বাদ পড়লে তারাও পরবর্তীতে কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এজন্য প্রয়োজনে আরও টিকার ডোজ সরবরাহ করা হবে।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, মহানগরীর ৪১টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে। প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্রে টিকার কার্যক্রম চলবে। ৫০০ জন করে দুই কেন্দ্রে এক হাজার জনকে বুস্টার ডোজ দেওয়া হবে। বিশেষ এই গণটিকার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত থাকবেন। সেচ্ছাসেবকদের মাধ্যমে টিকা গ্রহণকারীদের যাবতীয় সেবা প্রদান করা হবে এবং কেন্দ্রগুলোতে প্রতিবন্ধী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। সবাইকে মাস্ক পরে টিকাকেন্দ্রে আসার অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে মাইকিংয়ের পাশাপাশি মসজিদ, পেগোডা, মন্দির ও গীর্জায় টিকার ঘোষণা দেওয়া হয়েছে। টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে স্ব-স্ব এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চসিক মেয়র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক।