যৌন হয়রানির প্রতিবাদে চবিতে আজও চলছে আন্দোলন

ব্যানার- প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা- সমকাল
চবি প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ০০:৫০ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০৩:২৭
ছাত্রী হয়রানির প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ বৃহস্পতিবার আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বেলা ১২টা থেকে শহীদ মিনারের সামনে অবস্থান নেন প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা।
রসায়ন বিভাগের ছাত্রী তাসলিমা খানম বলেন, 'নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের আজকের আন্দোলন। ঘটনার চারদিন হলেও কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। তারা চাইলেই খুব সহজে এদের আটক করতে পারে। কিন্ত তা না করে যে নিয়ম করেছে তা খুবই ন্যক্কারজনক।'
আরেক শিক্ষার্থী বলেন, 'সকাল হোক, রাত হোক নিরাপদে ক্যাম্পাসে থাকতে চাই। এটাই আমাদের দাবি।'
প্রগতিশীল ছাত্র জোটের সাধারণ সম্পাদক বিজু লক্ষী বলেন, ঘটনার চারদিন পরেও প্রশাসন একজন অপরাধীকেও শনাক্ত করতে পারেনি । উল্টো যে নিয়ম করতে চেয়েছে তা একজন শিক্ষকের কাছ থেকে আশা করা যায় না।