ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সন্তু লারমাকে নিয়ে ইউপিডিএফের বক্তব্যের প্রতিবাদ জনসংহতি সমিতির

সন্তু লারমাকে নিয়ে ইউপিডিএফের বক্তব্যের প্রতিবাদ জনসংহতি সমিতির

রাঙামাটি অফিস

প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ০৮:২০ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ০৮:২০

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) নিয়ে ইউপিডিএফের সহযোগী দুই সংগঠনের মানববন্ধনে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ওই বক্তব্যকে আক্রমণাত্মক, বিদ্বেষমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করে আজ শুক্রবার বিবৃতি দিয়েছে জনসংহতি সমিতি।

এতে বলা হয়, গত বুধবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটিতে মানববন্ধন করে। 'খুনের রাজনীতি বন্ধ ও ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান' শীর্ষক ব্যানার নিয়ে ওই মানববন্ধনে সন্তু লারমাকে নিয়ে অসৌজন্যমূলক স্লোগান ও বক্তব্য দেওয়া হয়। পাহাড়ের অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চুক্তিরও বিরোধিতা করা হয়। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি বিশেষ মহলের মাধ্যমে পার্বত্য চুক্তি বিরোধী যে গভীর ষড়যন্ত্র চলছে সেই মহলের নির্দেশে এবং তারই অংশীদার হিসেবে ইউপিডিএফ দুই সংগঠনকে ব্যবহার করে এ মানববন্ধন করেছে। বিবৃতিতে অবিলম্বে ইউপিডিএফের এমন বক্তব্য প্রত্যাহার এবং জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

×