ফেসবুকে তিন মন্ত্রীকে নিয়ে কটূক্তি, সরাইলে যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে কটূক্তির মামলায় মোহাম্মদ মানিক মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার কালীকচ্ছ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া কালিকচ্ছ গ্রামের চিনু মিয়ার ছেলে। কালীকচ্ছ বাজারে ‘ইউনাইটেড ট্রেড সেন্টার’ নামে তার একটি ফার্মেসি রয়েছে।
অভিযোগে বলা হয়, মানিক মিয়া তার ফেসবুক আইডি থেকে গত ১ ফেব্রুয়ারি সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। গত ২৫ জানুয়ারি খাদ্যমন্ত্রী, গত বছরের ১৯ ও ১৩ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী এবং গত ১৮ আগস্ট শিল্পমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য দেন।
এ ঘটনায় সরাইল উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট মুখলেছুর রহমান বাদী হয়ে গত সোমবার রাতে মানিক মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ দিনের রিমান্ডের আবেদন করে মঙ্গলবার সকালে মানিক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।