শাস্তিমূলক ব্যবস্থার খবরে হাবিপ্রবিতে অনশনে ছাত্রলীগের একাংশ

অনশনে ছাত্রলীগের একাংশ। ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ১০:১০ | আপডেট: ২৬ জুলাই ২০২২ | ১০:১০
কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবরে উত্তেজনা বিরাজ করছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেওয়া সিদ্ধান্ত বাতিল এবং ঘটনার পুনর্তদন্ত দাবিতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ-মিছিলসহ উপাচার্যের বাসভবনের সামনে অনশন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শাস্তির বিষয়ে তথ্য প্রকাশের অপেক্ষা করতে পরামর্শ দিয়েছে হাবিপ্রবি প্রশাসন।
পূর্ব বিরোধের জেরে গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চারটি হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার বিকেলে বৈঠকে বসে হাবিপ্রবির আবাসন ও শৃঙ্খলা কমিটি।
এ সময় দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, ছয়জনকে দু'বছরের জন্য বহিষ্কার এবং ২৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত না করলেও রাতেই এর প্রতিবাদে অনশনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বলেন, শুনেছি কয়েকজন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলছেন। আমরা ওই সিদ্ধান্ত পাস না করে ঘটনাটি ফের তদন্তের দাবি জানাই।
গত ৩০ জুনের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিধান চন্দ্র হালদার বলেন, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের আলোকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
উপাচার্য অধ্যাপক এম. কামরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পাস হয়নি। এর আগেই আন্দোলন করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।