কাপড়ের রং মিশিয়ে তৈরি হতো নামীদামি ব্র্যান্ডের আইসক্রিম

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৭:৪২ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৭:৪২
কাপড়ে ব্যবহার করা হয় এমন ক্ষতিকারক রং ব্যবহার করে নামীদামি ব্র্যান্ডের আইসক্রিম তৈরি করে বাজারজাত করছিল কুমিল্লা নগরীর দুটি কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সদর উপজেলার দুটি কারখানায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানাসহ বন্ধ করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুটি কারখানায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং, স্যাকারিন ও ঘনচিনি ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা মেলে। এরপর তাদেরকে ৭৫ হাজার টাকা জরিমানা করে কারখানা দুটি বন্ধ করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ঢাকার নামীদামি ব্রান্ডের নাম নকল করার অভিযাগে শিবের বাজারের মেসার্স প্রিয় আইসবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানাটি থেকে দুই মণ নকল আইসক্রিম, পাঁচ প্যাকেট বিভিন্ন কালারের বিপুল পরিমান রং, স্যাকারিন এবং ঘনচিনি জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, একই দিন অপর একটি অভিযানে নগরীর চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে নকল আইসবারের মোড়ক, অনুমোদনহীন বেশ কিছু ফ্লেভার এবং দুই প্যাকেট রং জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে ওই দুটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়।