খুলনা সিটির ৮৬১ কোটি টাকার বাজেট

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ০৯:১৯ | আপডেট: ২৮ জুলাই ২০২২ | ০৯:১৯
খুলনা সিটি করপোরেশন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৮৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৯২ কোটি টাকা। এ ছাড়া সরকারি অনুদান ও বিদেশি সাহায্যনির্ভর উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৬৯ কোটি টাকা।
নতুন বাজেট ঘোষণাকালে সিটি মেয়র এর মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেন, এবারও নতুন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি উন্নয়নমুখী বাজেট।
তিনি বলেন, বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, করোনা প্রতিরোধ, মশক নিধন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়, পার্ক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। কেসিসি সেবামূলক প্রতিষ্ঠান। এটি কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। কেসিসিকে নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে। নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, 'নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের মধ্য দিয়ে তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।' বাজেট ঘোষণার পর মেয়র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেসিসির পক্ষ থেকে প্রায় আট হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু কেএমপির ট্রাফিক বিভাগের উদাসীনতায় অনেক বেশি ইজিবাইক নগরীতে চলাচল করছে। এতে ট্রাফিক ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।