এমসির ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরে রিট

সুপ্রিম কোর্টের ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০৯:৪৫
সিলেটে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ছিনতাই-চাঁদাবাজির মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে উচ্চ আদালতে রিট করেছেন বাদী। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে রিটটি করা হয়।
বর্তমানে মামলা দুটি সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। এর আগে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ষণ মামলার সঙ্গে বিচারের জন্য ছিনতাই-চাঁদাবাজির মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উভয় মামলার বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় রিটটি করা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী এম আব্দুল কাইয়ুম লিটন। তিনি বলেন, গত বছরের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার বিচার শুরু হয়। চলতি বছরের ১১ মে শুরু হয় ছিনতাই-চাঁদাবাজি মামলার বিচার। এখন সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়ার পর এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। তার স্বামী পরে মহানগর পুলিশের শাহপরাণ থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দুটি করেন। আলোচিত এ মামলায় গ্রেপ্তার ছাত্রলীগের আট নেতাকর্মী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা সবাই বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
- বিষয় :
- এমসি কলেজ
- মামলা
- দ্রুত বিচার ট্রাইব্যুনাল
- আদালত
- সিলেট