ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গৌরীপুরে শিশুর খেলনায় মিলল হেরোইন

গৌরীপুরে শিশুর খেলনায় মিলল হেরোইন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০০:১৬

সাইদুল ইসলাম রনি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ভ্রাম্যমাণ আদালতে দু'বার সাজা ও থানায় বেশ কয়েকটি মামলায় জেলে গেলেও সুধরায়নি। এলাকায় রমরমা হেরোইনের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মাদক কারবারি রনির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যান। এ সময় রনির বাসায় শিশুর খেলনার সঙ্গে স্কচটেপ মোড়ানো অবস্থায় এবং সিগারেটের প্যাকেটে পাওয়া যায় অন্তত ৮০ গ্রাম হেরোইন।

ঘটনাটি ময়মনসিংহের গৌরীপুরের। পরে রনির বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পুলিশকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ।

রনি গৌরীপুর পৌরসভার বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত হাবিবুল ইসলামের ছেলে। বাড়িওয়ালাপাড়া এলাকাতেই বসবাস করে রনি।

এর আগেও রনিকে দু'বার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল। গৌরীপুর থানা পুলিশও কয়েকবার মাদকসহ গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠায়। মামলাগুলোতে জামিনে থাকা রনি ফের মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে বলে জানান গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম।

গৌরীপুরের ইউএনও হাসান মারুফ বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার অভিযান পরিচালনা করা হয়। ওই সময় রনির বাসায় অভিযান চালিয়ে শিশুর খেলনার সঙ্গে রাখা হেরোইন জব্দ করা হয়।

আরও পড়ুন

×