ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিয়ের প্রস্তাব ফিরিয়ে অ্যাসিড আক্রমণের শিকার নারী

বিয়ের প্রস্তাব ফিরিয়ে অ্যাসিড আক্রমণের শিকার নারী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ১০:৩৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ১০:৩৪

নরসিংদীর পলাশ উপজেলায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শফিকুল ইসলাম পঙ্খী মিয়ার অ্যাসিড আক্রমণের শিকার হয়েছেন এক নারী। গত সোমবার গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে পলাশ থানায় মামলা করেন অ্যাসিড আক্রান্ত রত্না আক্তার। এ ঘটনায় পুলিশ পঙ্খী মিয়াকে গ্রেপ্তার করেছে। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টাওরা গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রত্না আক্তার জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে তিনি উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে বাবা মুজিবুর রহমানের বাড়িতে বসবাস করে আসছেন। চার মাস আগে বাড়িতে এসে পার্শ্ববর্তী রূপগঞ্জের পঙ্খী মিয়া বিয়ের প্রস্তাব দেয়। খোঁজখবর নিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পরিবার।

এর পরও পঙ্খী মিয়া রাস্তাঘাটে একা পেলেই তাঁকে বিয়ে করতে চাইত। প্রতিবারই না বলায় ক্ষিপ্ত হয়ে সে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখায়।

এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ঘুমিয়ে পড়লে সাড়ে ৩টার দিকে বাড়ি ঢুকে ঘরের দরজার ফাঁক দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় পঙ্খী মিয়া। পরে তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, অ্যাসিডে রত্না আক্তারের বাম হাত, পিঠসহ কোমরের অন্তত ১৬ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘুমন্ত রত্নার ওপর অ্যাসিড আক্রমণ করে পঙ্খী মিয়া। তাকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অ্যাসিড আক্রমণের কথা স্বীকার করেছে সে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×