পটিয়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২ | ০৭:৪৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২২ | ০৭:৪৭
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার মামলায় বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম শহর থেকে হৃদয় হোসেন সাগর (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণী পটিয়া পৌর সদরের আমজুরহাট এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গত সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি কুসুমপুরা ফিরতে শান্তিরহাটে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় তাঁর পূর্বপরিচিত ৪-৫ যুবক এলে তিনিও ওঠেন। এক পর্যায়ে চালক ও অন্যান্য যাত্রীরা কালাগাঁও ইউনিয়নের চাপাড়া গ্রামের অ্যাডভোকেট দীপক কুমার শীলের প্রাচীরঘেরা একটি খালি জায়গায় নিয়ে তাঁকে ধর্ষণ করে। মেয়েটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- দলবদ্ধ ধর্ষণ
- পোশাককর্মী