ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজশাহীতে আ'লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২

রাজশাহীতে আ'লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২

অস্ত্র ও গুলিসহ আটক দুই ব্যক্তি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ০৭:৪৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ০৭:৪৯

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুকে লক্ষ্য করে গত শনিবার মধ্যরাতে গুলি করা হয়েছে। খবর পেয়ে হামলাকারীর গাড়ি জব্দ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আরও এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।

পরে রোববারর ভোরে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক পরিচালক ওয়াহিদ জামিল মুরাদ ওরফে লিংকন এবং তাঁর গাড়িচালক সজল আলীকে উপশহরের বাসা থেকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তল, শটগান, পিস্তলের ৩০ রাউন্ড ও শটগানের ৯০ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।

নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, মধ্যপ অবস্থায় লিংকন শনিবার রাত ১টার দিকে আতিকুর রহমান কালুর বাড়িতে গিয়ে ছয় রাউন্ড গুলি করে। এ ঘটনা কালু থানায় জানালে রাজশাহী কলেজের সামনে লিংকনকে গাড়ি থামানোর সংকেত দেয় পুলিশ। তিনি গাড়ি না থামিয়ে পুলিশের দিকে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে উপশহরের বাসা থেকে ভোর ৪টার দিকে গাড়িচালকসহ লিংকনকে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, কালুর সঙ্গে লিংকনের কী নিয়ে শত্রুতা তা জানা যায়নি। কালু তাঁকে চেনেন না। লিংকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত ঘটনা খুঁজে বের করতে কাজ চলছে। এ ঘটনায় কালু বাদী হয়ে একটি এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় আরেকটি মামলা হবে।

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দাবি করেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল। তার সঙ্গে কোনো দিন এককাপ চাও খাননি। সে কেন তাকে হত্যার জন্য গুলি চালাল, তা বুঝতে পারছেন না।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, লিংকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মুখ খুলছেন না।

আরও পড়ুন

×