ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে ফেনী যুবদল সভাপতির স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০৯:৫০ | আপডেট: ১১ আগস্ট ২০২২ | ০৯:৫০
ফেনী জেলা যুবদল সভাপতিকে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
তারা হলেন- ওসি মো. নিজাম উদ্দিন, ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেন, এসআই নারায়ণ চন্দ্র দাশ, এসআই হাবিবুর রহমান, ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ও ছাত্রলীগ নেতা মো. সৈকত।
ফেনী আদালতের কোর্ট ইন্সপেক্টর গোলাম জিলানী জানান, আদেশে ওসির তদূর্ধ্ব কোনো অফিসারকে এ মামলা তদন্ত পরিচালনা করতে বলা হয়েছে।
মামলার বিবরণে বাদী লুৎফুন নাহার উল্লেখ করেন, তাঁর স্বামী জাকির হোসেন গত ইউপি নির্বাচনে ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এর জেরে তাঁদের পরিবারের পরিচালিত ফেনীর সেনসিভ হাসপাতালে কয়েক দফা হামলা ও তালা ঝুলিয়ে দেয় প্রতিপক্ষ। পরে তাঁরা ফেনী সদর আমলি আদালতে মামলা করলে ক্ষুব্ধ হয়ে জাকির হোসেনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করতে থাকেন অভিযুক্তরা।
তিনি মামলায় আরও উল্লেখ করেন, আসামিরা যোগসাজশে পুলিশের সহায়তায় জাকিরকে ২১ জুলাই রাতে ঢাকার বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে ফেনী এনে ফেনী থানার ওসিসহ একদল পুলিশ তাঁর রামপুরের বাসায় অভিযান চালায়। সঙ্গে নিয়ে আসা একটি পিস্তল পুলিশ ড্রয়ারে রাখতে গেলে জাকিরের মেয়ের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে মর্মে প্রচার চালানো হয়।