স্বরূপকাঠিতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ১০:১৫ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ১০:১৫
পিরোজপুরের স্বরূপকাঠিতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে তিনদিনের ওই কোর্স শেষ হয়।
কোর্স সমাপ্তির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এবং উপজেলা স্কাউটের সভাপতি মো. মোশারেফ হোসেন।
বক্তব্য রাখেন, শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম সিকদার, সরকারি স্বরূপকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, উপজেলা স্কাউটের সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।