ফরিদপুরে সমাবেশ
‘স্বাধীনতাবিরোধী শক্তিকে কঠোর হুঁশিয়ারি আ.লীগের’

ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ০৯:৩১ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ১০:১৫
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলার দিনে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশের আায়োজন করে আওয়ামী লীগ। বিকেলে স্থানীয় আলীপুরে রাসেল স্কয়ারে ফরিদপুর শহর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনিরুল হাসান মিঠু।
প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সেখানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ।
‘বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এ. কে. আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস।
সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধী শক্তিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপির ছত্রছায়ায় জামায়াত-শিবির তথা উগ্র জঙ্গীবাদি শক্তি সরকারবিরোধী আন্দোলনের অজুহাতে প্রকাশ্যে মাঠে নামলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না।’
সপরিবারে বঙ্গবন্ধুর খুনিদের দোসররা আবার সক্রিয় হবার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘সরকার ভিন্ন ইস্যুতে আন্দোলনকারীদের সুযোগ দিচ্ছে, তার মানে এই নয় এটা সরকারের দুর্বলতা। এই সুযোগে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিভিন্ন অজুহাতে রাজপথে নামার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে।’
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ-মৌলবাদ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এর আগে শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ হওয়া দলের নেতাকর্মীদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
- বিষয় :
- সিরিজ বোমা হামলা
- বিক্ষোভ সমাবেশে