ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাবি প্রক্টরকে অফিসে ও ফোনে না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

শাবি প্রক্টরকে অফিসে ও ফোনে না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ০৯:৪৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে যোগাযোগ করতে না পারার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

তাঁকে প্রক্টর অফিস পাওয়া যায় না, মোবাইল ফোনে কল করলে অধিকাংশ সময় ধরেন না, শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েও অনেক সময় দেখা করেন না- এসব কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। বুধবার বিকেলে অভিযোগটি জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত চার মাসে বিশ্ববিদ্যালয়ে ঘটা বিভিন্ন ইস্যুতে প্রক্টর ইসমাইলের মোবাইল নম্বরে অসংখ্যবার কল দেওয়া হয়, তবে তাঁকে পাওয়া গেছে ৮ থেকে ৯ বার। অধিকাংশ ক্ষেত্রেই তিনি ফোন ধরেন না, পরবর্তী সময়ে কলব্যাক করারও প্রয়োজন বোধ করেন না। এ ছাড়া কয়েকবার সহকারী প্রক্টরদের সঙ্গে কথা বলে বৈঠকের সময় নেওয়া হলেও তিনি বারবার তা পিছিয়ে দিয়েছেন বা আসেননি। প্রক্টর অফিসেও তাঁকে পাওয়া যায় না।

প্রক্টর ছাড়াও প্রশাসনের একাধিক পদে থাকার কথা উল্লেখ করে এতে আরও বলা হয়, তিনি প্রক্টরের কাজ ছাড়া অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। কল করলে না ধরা এবং অফিসে না পাওয়ার বিষয়ে তাঁকে জবাবদিহির আওতায় আনার কথাও চিঠিতে বলা হয়।

অভিযোগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, শিক্ষার্থীদের যেকোনো বিপদ কিংবা সমস্যায় প্রথমেই প্রক্টরকে ফোন দেওয়ার কথা বা তাঁর অফিসে যাওয়ার কথা। তবে প্রক্টর যদি এভাবে ফোন না ধরেন এবং অফিসে না থাকেন তাহলে শিক্ষার্থীরা যেকোনো সময় বড় সমস্যায় পড়তে পারেন। কর্তৃপক্ষের উচিত এমন পদে দায়িত্ববান লোক রাখা, যেন তাঁকে সবসময় শিক্ষার্থীরা পাশে পান।

এ বিষয়ে কথা বলতে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলের মোবাইল ফোনে বুধবার বিকেল সাড়ে ৫টায় দুইবার এবং পৌনে ৬টার দিকে দুইবার কল করা হয়। তিনি কল ধরেননি, কলব্যাকও করেননি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ এবং নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন বলেন, শুনেছি একটা চিঠি অফিসে এসেছে। কিন্তু অফিসে না থাকায় চিঠিটা কী বিষয়ে, তা দেখতে পারিনি।

আরও পড়ুন

×