ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ২২:৪০ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ২২:৪০

ভারতে ৩ বছর কারাভোগের পর ৯ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ভারতে ৩ বছর কারাভোগের পর রাত সাড়ে ৯টায় ৬ নারী ও ৩ শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×