অর্থের বিনিময়ে বরগুনা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার অভিযোগ

বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ১১:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২২ | ১৩:১৩
অর্থের বিনিময়ে বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাবেক ছাত্রনেতারা। বিভিন্ন সময় বরগুনা জেলা ছাত্রলীগের দায়িত্বে থাকা নেতাদের আরও অভিযোগ, নতুন কমিটির সাধারণ সম্পাদকের বাবা জামায়াতপন্থি।
শনিবার বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন। এ সময় ছাত্রলীগের পদবঞ্চিত নেতারাও উপস্থিত ছিলেন।
সাবেক নেতারা বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা, কাউন্সিল অধিবেশন না করা, আওয়ামী মতাদর্শের বাইরে এবং অযোগ্য, অছাত্র, নিজ সংগঠনের কর্মী হত্যা, মাদক ব্যবসায়ী ও মাদক মামলার আসামি, সন্ত্রাসীসহ নানা অপকর্মে জড়িতদের নিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের কমিটি করার ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের পরামর্শ নেওয়ার রেওয়াজ থাকলেও তা নেওয়া হয়নি। আর এর জেরেই ১৫ আগস্ট বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনা ঘটেছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক সংবাদ সম্মেলন করে নিপীড়নকারী পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এতেই প্রমাণিত হয় জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী মতাদর্শকে বিশ্বাস করেন না। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের পরিবার বিএনপি-জামায়াতপন্থি। এমনকি তাঁরা বাবা গত উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন। এজন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দায়ী।’
ইমরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি বিগত কমিটির সহ-সম্পাদক ছিলাম। আমার বাবা-মা সরকারি চাকরি করেন। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না। তারা নির্বাচনের সময় সরকারি দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মকবুল, সাবেক সভাপতি জুবায়ের আদনান অনিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
- বিষয় :
- বরগুনা
- ছাত্রলীগ
- কমিটি ঘোষণা
- ছাত্রলীগের কমিটি