তামাবিল হয়ে ভারতের জ্বালানি গেল ত্রিপুরায়

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ১০:৪১ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ১০:৪১
সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে ভারতের জ্বালানির একটি চালান দেশটির ত্রিপুরা রাজ্যে গেছে। বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের (আইওসিএল) সমঝোতা স্মারকের আওতায় এই চালান পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সড়ক পথে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আইওসিএলের ১০টি কনটেইনারে তেল ও রান্নার গ্যাস আসাম থেকে ত্রিপুরা যায়।
তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় পণ্যবাহী গাড়ি প্রবেশকালে উপস্থিত ছিলেন সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার আল আমিন, বন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া, রাজস্ব কর্মকর্তা সালেহ আমদ, গোয়াইনঘাট থানার ওসি একেএম নজরুল ইসলাম, তামাবিল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সুরুজ আলী ও ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া, ভারতের অয়েল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার মাজহারুল আলম প্রমুখ।
কাস্টমস কর্মকর্তা আল আমিন জানান, ভারতীয় জ্বালানিবাহী সাতটি কনটেইনারে ৮৩ টন জ্বালানি তেল ও তিন কনটেইনারে ২১ দশমিক ১৯ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ছিল। সব ধরনের তল্লাশি শেষে গাড়িগুলো সিলেটের সড়ক পথ দিয়ে মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনের উদ্দেশে রওনা দেয়। ট্যাঙ্ক লরিগুলো ত্রিপুরা রাজ্যের কাইলা শহরে যাবে। পণ্য খালাস শেষে ফের লরিগুলো একই পথে ভারতে ফিরে যাবে।