পাবনায় একই স্থানে বিএনপি-আ'লীগ পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ২১:৫৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ২১:৫৪
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একই সময়ে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার শরৎনগর বাজার এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার বিকেল পাঁচটায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। অপরদিকে একই সময়ে একই স্থানে জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনজীবন প্রতিবন্ধকতা ও বিঘ্নতা সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শরৎনগর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে পজেলা প্রশাসন।
- বিষয় :
- পাবনা
- ভাঙ্গুড়া
- ১৪৪ ধারা
- পাল্টাপাল্টি কর্মসূচি