ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ক্লাস চলাকালীন টিকটক তৈরি, ৯ শিক্ষার্থী আটক

ক্লাস চলাকালীন টিকটক তৈরি, ৯ শিক্ষার্থী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৭:১১ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৭:১১

সাতক্ষীরার দেবহাটায় স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে পার্কসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি, মোবাইলে গেমস খেলা এবং টিকটক ভিডিও তৈরি করায় ৯ শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি বিভিন্ন মডেলের দামী স্মার্টফোন উদ্ধার করে উপজেলা প্রশাসন।

আটককৃতদের মধ্যে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জনকে প্রধান শিক্ষকের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে স্কুল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক হওয়া তিন শিক্ষার্থী নিজেদের এসএসসি পরীক্ষার্থী দাবি করায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে এসব শিক্ষার্থী ঘোরাঘুরি, মোবাইলে গেমস খেলা ও টিকটকে মেতে ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×