ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম বন্দরে সাত কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে সাত কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে জব্দকৃত সিগারেট-ছবি : সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ১৩:২০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ১৩:২০

টেক্সটাইল পণ্য আনার ঘোষণা দিয়ে কর ফাঁকি দিয়ে বিদেশি ব্র্যান্ডের সিগারেট এনেছে ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মিথ্যা ঘোষণা দিয়ে তারা ৭ কোটি ১৩ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। 

কিন্তু কাস্টমসের এআইআর(অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ) শাখা ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় গতকাল সোমবার কনটেইনারটি আটক করে মিথ্যা ঘোষণায় সিগারেট আনার বিষয়টি নিশ্চিত হয়। আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস এআইআর শাখার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল হক বলেন, বিদেশি সিগারেট বোঝাই কনটেইনারটি সন্দেহভাজন হওয়ায় সোমবার শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। টেক্সটাইল ডাই স্টাফ ঘোষণা দিয়ে কনটেইনারটিতে ৮৪৯ প্যাকেজে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট নিয়ে আসে আমদানিকারক। 

তিনি বলেন, এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ টাকা। তবে শুল্ক যুক্ত হলে এ সিগারেটের দাম দাঁড়ায় প্রায় সাত কোটি ১৩ লাখ টাকা। এই টাকা ফাঁকি দিতে মিথ্যা তথ্য দিয়ে পণ্য খালাস করার চেষ্টা করেছিল ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন

×