ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুরে সিঙ্গারের শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে সিঙ্গারের শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২৬ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২৭

ফরিদপুরে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। 

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

তিনি জানান, শহরের আলীপুর মহল্লা এলাকায় অবস্থিত ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান সিঙ্গারের শোরুমে ফ্রিজ, টেলিভিশন, ওভেন, এসি ইত্যাদি নগদ ক্রয়ে প্রতিষ্ঠানটি ১৭% ছাড় দেওয়ার ঘোষণা দিলেও সেটি যথাযথভাবে প্রতিপালন না করে বিক্রয় করা হচ্ছে। ফলে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ডায়াবেটিকস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ফার্মেসী ও প্যাথলজিক্যাল ল্যাবে ব্যবহৃত কিট বিক্রয়কারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক তদারকি করা হয়। 

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (সিভিল সার্জন কার্যালয়) মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে।

আরও পড়ুন

×